Operation of Mobile Courts under Fire Prevention and Extinguishing Act-2003
Details
ক্রমিক নং
মোবাইল কোর্ট পরিচালনা কারী ম্যাজিস্ট্রেটের নাম ও এলাকার নাম
বিবরণ
মন্তব্য
১.
মোঃ আমিনুল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,চাঁপাইনবাবগঞ্জ ও মীর আল মনসুর শোয়াইব,এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,চাঁপাইনবাবগঞ্জ
লিমা বস্ত্রালয়,৩৯ নিউ মার্কেট,চাঁপাইনবাবগঞ্জ,আরিফ ম্যাচিং সেন্টার নিউ মার্কেট, চাঁপাইনবাবগঞ্জ, মানিক ব্যাটারী ও ইলেকট্রনিক্স, হুজরাপুর সদর, চাঁপাইনবাবগঞ্জ ও স্যামস্যাং সৌরুম, চাঁপাইনবাবঞ্জকে ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৫৩ ধারা, ফায়ার লাইসেন্স অগ্নিনিরাপত্তা ব্যবস্থা না থকায় ৫০০০/- অর্থ দন্ড। সহায়তাকারী কর্মকর্তা জনাব শেখ মোঃ মাহবুবুল ইসলাম, উপসহকারী পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,চাঁপাইনবাবগঞ্জ এবং চাঁপাইনবাবগঞ্জ ফায়ার স্টেশনের লিডার, ড্রাইভার, ফায়ারফাইটারগণ উপস্থিত থেকে মোবাইল কোর্ট পারিচালনা কার্যক্রম সম্পন্ন করা হয়। উক্ত মোবাইল কোর্ট ০৪/০৬/২০২৪ খ্রি. তারিখ ০২ টি ও ২৩/০৬/২০২৪খ্রি. তারিখে ০২ টি পরিচালিত হয়।